IQNA

ভিডিও | মিশরীয় বর্ষ পুরস্কার অনুষ্ঠানে মাহমুদ শাহাতের মনোমুগ্ধকর তিলাওয়াত

21:09 - December 20, 2021
সংবাদ: 3471164
তেহরান (ইকনা): মিশরের তরুণ ক্বারি মাহমুদ শাহাত আনোয়ার। সম্প্রতি তিনি মিশরীয় পণ্ডিতদের "মুহাম্মদ রাবি নাসের" শিরোনামে অনুষ্ঠিত মিশরীয় বিজ্ঞান ও গবেষণা পুরস্কারে অংশগ্রহণ করে পবিত্র কুরআন তিলাওয়াত করেন।

১৮ ডিসেম্বর কায়রোর কেম্পেনস্কি হোটেলে মিশরীয় কর্মকর্তা, গবেষক এবং পণ্ডিতদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান, ফলিত প্রকৌশল বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে সেরা বৈজ্ঞানিক কাজসমূহের জন্য বিভিন্ন ব্যক্তিদের সম্মানিত করা হয়েছে।
 
অনুষ্ঠানটি মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং তিনি সূরা আল-কাহফ এবং দুহা’র আয়াত তিলাওয়াত করেন। 
 
এখানে তার সুললিত কণ্ঠে সূরা আল-কাহফের ১০৭ থেকে ১০৯ নম্বর আয়াতের ভিডিও সম্প্রচার করা হল:
 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا ﴿١٠٧﴾
 
নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের আতিথেয়তার জন্য রয়েছে ফিরদাউসের উদ্যানসমূহ। 
خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا ﴿١٠٨﴾
 
সেখানে তারা চিরস্থায়ী হবে এবং তার পরিবর্তনের আকাক্সক্ষাও করবে না।
 
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا ﴿١٠٩﴾
তুমি বল, ‘আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্রও কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে; যদিও এর সাহায্যার্থে আমরা তদ্রুপ আরও (সমুদ্র) নিয়ে আসি।’
 
captcha